গাজীপুর প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গার্মেন্টস ফ্যাক্টরি দখল, ফুটপাত দখল এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব হালিম মোল্লার বিরুদ্ধে।
বাসন মেট্রো থানা এলাকার স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও মানুষ তার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চলে তাদের ওপর নানা ভাবে নির্যাতন।
জানা গেছে, গত ১৯ অগাস্ট দক্ষিণ সালনা ইউটা ফ্যাশন লিমিটেডের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ওই প্রভাবশালী বিএনপি নেতার পৃষ্ঠপোষকতায় হালিম মোল্লাসহ মহানগরের টঙ্গী, পূবাইল ও শহরের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই মিল-ফ্যাক্টরি দখল করে আসতেছে। গাজীপুর মহানগরে চর দখলের মতো ফ্যাক্টরি দখল, ফুটপাত দখল বাণিজ্যে একে-অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
ক্ষমতায় আসার আগেই একটি মহল বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে করে দলীয় ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে বলে জানিয়েছেন অনেক বিএনপি নেতা।