হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে বুধবার বিকেলে হাতীবান্ধা প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিউজ ২৪ টিভির রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, কালের কন্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, বাংলানিউজের খোরশেদ আলম সাগর, যুগান্তরের মিজানুর রহমান দুলাল, মানবকন্ঠের আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, নিউজ ২৪ টিভির রবিউল হাসান, মোহনা টিভির সুমন খান, কালের কন্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। অতি দ্রুত এ ঘটনায় জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।