মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৬ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬শত টাকার মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং এই কাজে ব্যবহৃত মালামাল একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করেছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ আগস্ট ২০২৪ তারিখ ঢাকা-সিলেট মহাসড়ক হতে ২ কিঃ মিঃ অভ্যন্তরে বিজয়নগর উপজেলার আমতলী বাজার নামক এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কাভার্ডভ্যানে অভিযান পরিচালনা করে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।