মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে সর্পদংশনে ফাবিহা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাত সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ফাবিহা উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজির তালুক গ্রামের হাসমত আলী হাজী বাড়ীর মোহাম্মদ বেলালের মেয়ে। ফাবিহা বেলালের ৩ সন্তানের মধ্যে সবার ছোট।
নিহতের আত্মীয় মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার ভোর রাত দেড়টার সময় ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ দংশন করে। এসময় সে খুব কান্নাকাটি শুরু করলে পাশের ঘরের প্রতিবেশীদের কাছে নিয়ে যায় ফাবিহার মা। পরে তাদের সহযোগিতায় প্রথমে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। শিশুটির গায়ে সাপে কাটার চিহ্ন ছিল তবে পরিবার সাপ দেখতে পায়নি বলে জানিয়েছে।