ঢাকা
১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:২৩
logo
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪
আপডেট: আগস্ট ৩০, ২০২৪
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪

মানিকগঞ্জের বাজারে প্রতি সবজিতে বেড়েছে ১০-২০টাকা, কমেছে মাছের দাম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের সবজিতে ১০ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। আবার কিছু কিছু পণ্য অপরিবর্তিতও আছে। ডিমের হালিতে বেড়েছে দুই টাকা। দেশীয় মাছের আমদানি বাড়ায় মাছের দাম সামান্য কমেছে। অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম। আলু এবং পেঁয়াজ পূর্বের দামে বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার মানিকগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দামের উর্দ্ধগতি। গেল সপ্তাহে ৪০ থেকে ৫০টাকার বেগুন, শসা, করলা, পটল আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০টাকায়। আলু ৬০ টাকা কেজি ও পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগী ১৮০ টাকা থেকে বেড়ে ২০০টাকায়, ডিম ৫০ টাকা হালি থেকে বেড়ে ৫২টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পাইকারি মোকামের ওপর নির্ভর করে খুচরা বাজারের দর। বর্তমানে পাইকারি বাজারের সব ধরনের সবজির দাম বেশি থাকায় খুচরা বাজারেও তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কয়েকদিনের বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমেছে বলেও জানান বিক্রেতারা।

মাছের বাজারে দেখা গেছে, দেশীয় মাছের আমদানি বেড়েছে। এতে সব ধরনের মাছের দাম গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে অপরিবর্তিত আছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দাম।

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবী জানিয়েছে ক্রেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram