সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ আগস্ট) সকালে ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত অসহায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করে সেনাবাহিনী দীঘিনালা জোন।
এতে প্রধান অতিথি হিসেবে ০৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি উপস্থিত ছিলেন। এতে চিকিৎসকদের ফৌজদারহাট ক্যাডেট কলেজের (৪৫ ব্যাচ) সাবেক ক্যাডেট ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল হোসেন পাঠান, ডাঃ ইসমাইল হোসেন, দীঘিনালা সেনা জোনের চিকিৎসক ক্যাপ্টেন রাকিবুল ইসলাম চিকিৎসা দেন।
এতে অন্যদের মধ্যে দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন এডজুটেন্ট এমএ মোমেন শিহাব উপস্থিত ছিলেন।
পরে বানছড়া ও বড়াদম এলাকার বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে দীঘিনালা সেনা জোন।
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি বলেন, ‘বন্যা কবলিত এলাকা গুলোতে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, এর আগে পৃথক পৃথক এলাকায় আরো কয়েকটি মেডিকেল ক্যাম্পেই করে বন্যার্ত মানুষদের চিকিৎসা
সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনী সদস্যদেরা বন্যাকবলিত মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় পৌছে দেওয়া, রান্না করা গরম খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।