গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা থানার পুলিশ মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
শুক্রবার (৩০ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় জালিয়া পাড়া - মহলছড়ি মহা সড়কের পাশে তাইজুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি সাদা বস্তায় সাদা ও কালো পলিথিনে মোড়ানো ২৭ টি প্যাকেটের ভিতরে রক্ষিত ১৬ কেজি মাদকদ্রব্য (গাজাঁ) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।উদ্ধারকৃত মাদকের বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।