লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসানোয় দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে লালপুর বাসস্টান্ডে এঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
এ বিষয়ে ইউএনও মো. মেহেদী হাসান জানান, লালপুর-গোপালপুর সড়কের এক্সিম ব্যাংকের সামনে ফুটপাতের ওপর মাছ, সবজি, সিমেন্ট খুঁটি ও গাড়ির গ্যারেজ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ীকে ৫ হাজার ও রড,সিমেন্টের দোকানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।