ওসমান হারুনী,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা পশ্চিমাঞ্চলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গুঠাইল বাজার কাচারী মাঠ প্রাঙ্গণে
ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর খন্দকার মাও:লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ বিভাগের পরিচালক ও সাংগঠনিক সম্পাদক ড.ছামিউল হক ফারুকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে জামালপুর জেলা ভারপ্রাপ্ত আমীর ও সেক্রেটারী এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর আমজাদ হোসাইন,পৌর শাখা জামায়াতে ইসলামী আমীর আবু মুছা ও সেক্রেটারি সম্পাদক মাছুম, ইসলামপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এখন সময় এসেছে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার। অন্তরবর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন,
পতিত ও খুনি আওয়ামী লীগের সরকারের আমলে যে হত্যা,গুম হয়েছে। এখন তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
যারা ইসলামকে জঙ্গি বলেছ, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের কোরআন হাদিস অনুয়ায়ী জীবন গড়তে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। তাই সামনে নির্বাচনে ইসলামপুর আসনে ড.ছামিউল হক ফারকীকে জয়ী করতে হবে।