শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লক্ষ টাকা অনুদান দিয়েছেন শিবচরের মুক্তিযোদ্ধারা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন এর নিকট এই টাকা প্রদান করেন। বন্যার্তদের জন্য সরকারি যে ফান্ড গঠন করা হয়েছে এই অর্থ সেই ফান্ডে জমা হবে।
শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় বন্যায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সারাদেশের মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। শিবচরের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর আহব্বান জানালে সাড়ে চারশত মুক্তিযোদ্ধার আর্থিক অনুদান মিলিয়ে সাড়ে ৪ লক্ষ টাকার একটা ফান্ড গঠন হয়। পরে সরকারি তহবিলে বন্যার্তদের জন্য এ টাকা জমা দেয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জহিরুল হক জিন্নাহ বলেন, 'আমরা ভাতাপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাকে জানিয়েছিলাম বন্যার্তদের জন্য সাহায্য করতে। যার যার মতো টাকা জমা দিয়েছে। উপজেলা ভাতা প্রাপ্ত প্রায় ৮শত মুক্তিযোদ্ধা আছেন। সাড়ে চারশত মুক্তিযোদ্ধা অনুদান দিয়েছেন। আমাদের মুক্তিযোদ্ধা এমদাদুল হক সার্বিক সহযোগিতা করেছেন আমাদের। সাবেক কমান্ডার শাহনেওয়াজ তোতা সহ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে। আমরা অনুদানের টাকা ইউএনওর কাছে দিয়েছি।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, 'জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা ৪ লক্ষ ৫০ হাজার টাকা বন্যার্তদের জন্য দান করেছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ টাকা জমা হবে। এছাড়াও ইতোমধ্যে মানবিক শিবচর এক্সপ্রেস নামের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা ১৫ লক্ষ টাকার সাহায্যসামগ্রী বন্যা দুর্গতদের জন্য পাঠিয়েছি।'