পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার পদত্যাগের দাবিতে ও উপজেলা র্নিবাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়ায় শিক্ষিকার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হুমকির প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজাওে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
জানা যায়, পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবি সুলতানার বিরুদ্ধে গত ২৯ আগষ্ট বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের মানসিক ভাবে হয়রানী, স্কুল ফান্ডের হিসাবে গড়মিলসহ বিভিন্ন দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরই মধ্যে প্রধান শিক্ষিকার পক্ষ থেকে এলাকার বেশকিছু লোক আন্দোনকারী ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন।
এর প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর বাজারে ৪ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় রোগী বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর ও সেনাবাহিনীর সদস্যরা। পরে শিক্ষার্থীদের কথা শুনেন ও দাবি মেনে নেওয়া এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।