আলোচিত এস আলমের গাড়িতে উঠে সংবর্ধনা নেয়ায় সমালোচনার মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি এ বিষয়ে জানান, গাড়িটি কার এবং কোথাকার তা তিনি জানতেন না। এ বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা জানতেন।
সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই মুহূর্তে আবেগাপ্লুত ছিলাম, কার গাড়িতে উঠছি এ বিষয়ে জানা ছিল না। সংবাদ প্রকাশের পরে জানতে পারলাম গাড়িটি আমার এলাকার ছোটভাইয়ের। তিনি এস আলমে চাকরি করেন। তিনি ওদের জমিজমা দেখাশোনা করতেন। অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই বিএনপি নেতা।
এ সময় বিগত সরকারের সময়ে যারা গুম-খুন আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের মুখ উন্মোচন করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। বলেন, কোথায় কোথায় আয়নাঘর আছে তা খুঁজে বের করতে হবে। সকল অনাচারের আমরা সুবিচার চাই। অন্তর্ববর্তী সরকারের উচিত গুমের রহস্য উন্মোচন করে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।
এর আগে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতা-কর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান সালাউদ্দিন।
কক্সবাজার বিমানবন্দর থেকে সালাহউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছানোর বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ রকম একটি ভিডিওতে দেখা যায়, যে গাড়িতে (জিপ) চড়ে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় যান। এটি মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ। তিনি সামনে সিটে বসে হাত নেড়ে আশপাশের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর থেকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় বিভিন্ন মাধ্যমে।