সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর রাউতারা জলকপাট এলাকায় নৌকায় পিকনিকে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজের পাঁচ দিন পর সোয়েব হাসান (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাঘাবাড়ি ঘাটের কয়ড়া এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার রাউতারা জলকপাট এলাকায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে বেলা সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে চার সদস্যের একটি ডুবুরি দল এসে দুই দফায় উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ সোয়েব হাসান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামের আবদুস সালাম বাবুমিয়ার এক মাত্র ছেলে। সে ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি'র মানবিক বিভাগের ছাত্র ছিল।
পুলিশ, ফায়ার সার্ভিস, নিহত শিক্ষার্থীর সহপাঠী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ২০ জন বন্ধু মিলে গত বুধবার সকালে উল্লাপাড়া থেকে একটি নৌকা নিয়ে জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা জলকপাট এলাকায় পিকনিক করতে যায় তারা। এরই একপর্যায়ে বেলা পৌনে দুইটার দিকে বন্ধুরা সবাই মিলে গোসল করতে নদীতে নামে। সাঁতার না জানা সোয়েব হাসান বন্ধুদের সাথে গোসলের সময় ঝাঁপাঝাপির একপর্যায়ে পানিতে ডুবে যায়। সে সময় সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে পাঁচ সদস্যের একটি দল এসে অনেক চেষ্টা করেও নিখোঁজ সোয়েবকে উদ্ধার করতে না পেরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। বেলা সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। দুই দফায় উদ্ধার অভিযান চালিয়েও কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত করে। এর পাঁচ দিন পর রোববার সন্ধ্যায় শাহজাদপুরের কয়ড়া এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাহজাদপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে রাজশাহী থেকে চার সদস্যের ডুবুরি দল এসে দু দফায় উদ্ধার কাজ শুরু করলেও নিখোঁজ কলেজ ছাত্রের লাশের কোন সন্ধান না মেলায় বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত করে তাঁরা চলে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।