ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২, ২০২৪

যশোরে র‍্যাব পরিচয়ে জুয়েলার্স ব্যবসায়ীকে অপহরণ, ১০ লাখ টাকা নিয়ে ফেলে দেয় নড়াইলে

যশোর প্রতিনিধি: যশোরে দুই জুয়েলার্স ব্যবসায়ী যুবককে র‍্যাবের পোশাকে তুলে অপহরণ করে মোটা অংকের টাকা নিয়ে নড়াইল থেকে ফেলে দিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রটি। ‌রাত পৌনে দশটার দিকে শহরের বেজপাড়া এমএসটিপি স্কুলের সামনে ঘটনাটি ঘটে। পরে রাত ১১ টার পর দুই যুবককে ডিবি পুলিশ নড়াইল জেলার তুলারামপুর ব্রীজের পাশ থেকে উদ্ধার করেছে। তবে, টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

যশোর শহরের জুয়েলার্স ব্যবসায়ী নিশিথ সরকার জানান, রোববার রাত নয়টার পর দোকান বন্ধ করে তার ছেলে আকাশ সরকার ও কর্মচারী দিপ্ত সাহাকে ক্যাশে থাকা টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলেন। তারা ওই টাকা নিয়ে দুজনে রিক্সায় বেজপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পরে জানতে পারেন তাদেরকে র‍্যাব পরিচয়ে মাইক্রোতে একদল যুবক উঠিয়ে নিয়ে গেছে। এরপর তিনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এমনকি র‍্যাবের সাথেও যোগাযোগ করা হয়। একপর্যায় ডিবির দারস্থ হন তিনি। তবে, ছেলে ও কর্মচারীর কাছে কত টাকা ছিলো তা এখনি বলতে পারছেন না বলে জানান তিনি।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগহ করেন। সেখানে দেখা যায় র‍্যাবের পোশাক পড়া একদল যুবক আকাশ ও দিপ্তকে রিক্সা থেকে নামিয়ে হাত কড়া পরিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইলের দিকে চলে যায়। পরে তারা ভিকটিমদের মোবাইল ফোন ট্রাকিং করে নড়াইলের পথে রওনা দেন। এক পর্যায় তাদেরকে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। আকাশ জানায়, তাদেরকে গাড়িতে উঠিয়ে মুখ বেধে ফেলে। এরপর তার কাছে থাকা ব্যবসার টাকা নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে চলে যায় তারা। ডিবির এসআই মফিজুল ইসলাম আরো জানান, নিশিথ তাদেরকে জানিয়েছেন প্রায় ১০ লাখ টাকা তার খোয়া গেছে।

এ বিষয়ে র‍্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর সাকিব হোসেন সাংবাদিকদের জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে সিসি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। জড়িতদের ধরতে ব্যবস্থা কাজ করছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram