খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুশংগাল ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ শাকিল হাওলাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নলছিটি প্রেসক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে শাকিল হাওলাদর লিখিত বক্তব্যে পাঠ করে জানান, গত ৫ ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী আমার কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তার চাহিদা মত টাকা দিতে না পারায় ৩১ আগস্ট কুশংগাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকা আমার সকল কার্যক্রম স্থগিত করে অন্য আরেক জনকে দায়ীত্ব প্রধান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা বিএনপি। আমি বিগত ২০১৪ থেকে এই পদে দায়িত্ব পালন করে আসতেছি। তাই আমার স্থগিত আদেশ প্রত্যাহের আবেদন করছি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজি জানান, শাকিল হাওলাদের অভিযোগ উদ্দেশ্যপ্রনোদিত আমাকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন্য তিনি ভিত্তিহীন এ অভিযোগ করছে। তার পদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্থগিত করা হয়েছে।