তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: এখন যাদুকাটা নদীর পাড় রক্ষা না ঘরবাড়ি রক্ষা করার দাবী জানিয়েছেন সমাজকর্মী আবুল হোসেন। বাসযোগ্য নিরাপদ পরিবেশ চাই শ্লোগান কে সামনে রেখে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভায় এই দাবী জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, যাদুকাটা নদী রক্ষা করার সুযোগ নেই, নদী এখন নদী নেই সাগর হয়ে যাচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে যে যাদুকাটা নদী সংরক্ষণ ও সুরক্ষায় কোনো প্রয়োজন নেই। এখন যাদুকাটা নদী রক্ষায় নয় নদীর পাড়ের বসত বাড়ি রক্ষার উদ্যোগ নিতে হবে। এই বালুখেকোদের শক্তি বেশী না সামান্য পরিমানে এদের আইনের আওতায় আনা প্রয়োজন। যাদুকাটা নদী একটা সময় ড্রেজারের নদী হয়ে গিয়েছিল। আমরা সবাই সোচ্চার কিন্তু পাড় কাটা হচ্ছে কে কাটছে তারা চিহ্নিত তাদের আইনের আওতায় আনতে হবে।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) আয়োজনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমেদ, আখঞ্জি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সার্কেল নাসিম উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, আবুল কালাম, জসিম উদ্দিন, বাবরুল হাসান বাবলু, সাইফুল আলম ছদরুল, শামসুল আলম, নজরুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, জয়নাল আবেদিন প্রমুখ।