গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ঊনসত্তর পাড়া হতে একটি অজগর উদ্ধার করা হয়েছে। ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের গৌরসঙ্কর হাটে ইসহাক সওদাগরের আল মদিনা ডেকোরেটার্স এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নামক দোকান হতে অজগরটি উদ্ধার করা হয়। পরে সংবাদ পেয়ে বেলা ২ টার দিকে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের দুই সদস্য মো. মাকসুদুর রহমান ও মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি ও দীর্ঘ প্রায় সাড়ে ৯ফুট।
গৌরসঙ্কর হাটের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, সোমবার ভোর রাতে পাহাড়তলী ভূমি অফিসের নৈশপ্রহরী সুজন পালিত ইসহাক সওদাগরের দোকানে একটি অজগর প্রবেশ করতে দেখে। তিনি সকালে আমাদেরকে জানান। এতে সবাই আতঙ্কিত হয়ে পরে। পরে আমরা ১০-১৫ জন মিলে সকাল সাড়ে ৯টা হতে ১১ টা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে অজগরটি উদ্ধার করি। উদ্ধারের পর রাউজান বন বিভাগে যোগাযোগ করলে তাদের কোন সহযোগিতা পায় নি। পরে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তারা বেলা দুইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটি উদ্ধারকৃত অজগরটি নিয়ে যায়।
ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. মাকসুদুর রহমান বলেন, আমরা উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের মাধ্যমে তার পরিবেশে অবমুক্ত করব। তিনি আরো বলেন, সাপ দেশের সম্পদ। কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের মোবাইল নম্বরে (০১৮৮৯১৯২৬৪২ ও ০১৮৮৭৩৯২৫১০) যোগাযোগ করুন। আমরা সাপ উদ্ধার করে পরিবেশে অবমুক্ত করব।
রাউজান বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদার অসহযোগিতার কথা অস্বীকার করে বলেন, আমি তাদেরকে অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসতে বলেছি। তাদের বকশিস দেওয়া হবে বলে জানিয়েছি।