নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জনগণ যদি ভোট দিতে পারেন তাহলে বিএনপি সরকার গঠন করবে বলে জানান গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। তিনি বলেন, কোনো ধরনের অরাজকতা, দলবাজি ও চাঁদাবাজি করা যাবে না। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যেসব অপকর্ম ও অন্যায় কাজ করছে তা আমাদের করা যাবে না। প্রতিটি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।
তিনি আরো বলেন, যাচাই বাছাই করে গাজীপুর-২ আসনে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে সবার থেকে এগিয়ে আছি। ক্ষমতা পেলে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করব। সোমবার বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় সালাহউদ্দিন সরকার বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এসব কথা বলেন।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার ও বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদদীন ভাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন সরকারের ছেলে প্রভাবশালী সাবেক ছাত্রদল নেতা সরকার সৌমিক প্রমুখ।