মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তোষ্টি লাভ -এই লক্ষ্যকে সামনে রেখে জয়পুরহাটে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জেলা যুব বিভাগের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর আমির আনোয়ার হোসাইন, সদর উপজেলার আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা আমির সুজাউল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমির মাও: শাহ আলম দেওয়ান, সদর সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, আমদই ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি নাহিদুল ইসলাম, অফিস সেক্রেটারি আরিফ হেসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি জেলা আমির বলেন, শোষণ মুক্ত সুন্দর সমাজ গঠনে এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত রাস্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এজন্য কোরআনের বিধান কায়েম করতে হলে জামায়াতের সকল নেতাকর্মী ও সুধী সমাজকে ইসলামের সু-শীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়তে একযোগে কাজ করার আহবান জানান।
সমাবেশে অত্র ইউনিয়নের জামায়াতের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।