শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে অসহায় দুস্থ নারী কর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ইলিয়াছ আহমেদ চৌধুরী মিলনায়তনে এ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-০৩ (আরই আর এমপি-০৩) শীর্ষক সমাপ্তকৃত প্রকল্পের আওতায় আরইআরএমপি-০৩ শীর্ষক প্রকল্পের আওতাধীন শিবচর উপজেলার ১৯ (উনিশ) টি ইউনিয়নের রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ১৯৬ (একশত ছিয়ানব্বই) জন অসহায় দুস্থ নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণঅনুষ্ঠিত হয়।
এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি মাদারীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া, শিবচর উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন। এসময় এলজিইডি শিবচর উপজেলা কার্যালয়ের অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।