চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অটোরিকশা, রিকশা ও তিন চাকা বিশিষ্ট যানবহনকে টোলমুক্ত করার দাবিতে টোলঘরের সামনে সড়ক অবরোধ করেছে অটোরিকশা চালকরা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা থেকে সড়ক অবরোধ করে তারা। এসময় টোল প্লাজা ঘেরাও করে অটোরিকশা চালকরা। ৪ ঘন্টা সড়কে অবস্থান নেয়ায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার জুড়ে যানজট দেখা যায়। এসময় হেঁটে সেতু পারাপার হন যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। তবে দাবী মেনে না নেয়ায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে অটোরিকশা চালকরা।
অটোরিকশা চালকরা জানান, সেতুতে যাত্রীবাহী অটোরিকশায় ৫ টাকার বদলে ১০ টাকা টোল আদায় করা হচ্ছে। এমনকি খালি গাড়িতেও টোল নিচ্ছে তারা। খালি গাড়িতে টোল না দিলে বা দিতে অস্বীকৃতি জানালে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় টোল আদায়কারীরা। তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ করে টোলমুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে তারা রিকশা, অটোরিকশা ও তিন চাকাবিশিষ্ট যানবহন চালকরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকসহ সংশ্লিষ্টদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তা আলোচনায় বসে। আলাচনা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশার টোল আদায় বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।