ঢাকা
১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:২৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৩, ২০২৪

শান্তিগঞ্জে বিএনপির কর্মী সভা ও পুরষ্কার বিতরণ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে জাতীয়তাবাদী দলের কর্মী সভা করেছেন ১নং ওয়ার্ড বিএনপি। এসময় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন তারা।

মঙ্গলবার বিকাল ৪টায় জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরষ্কার বিতরণ ও কর্মী সভা করা হয়েছে।

কর্মী সভায় সভাপতিত্ব করেন আস্তমা গ্রামের প্রবীণ মুরব্বি ও প্রাক্তন ইউপি সদস্য আমান আলী। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আঙ্গুর মিয়া ও যুবদল নেতা হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ওলামাদলের সভাপতি সজীব আহমদ, যুবদল নেতা তোফাজ্জল ইসলাম কিবরিয়া, হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোয়েব আহমদ, উপজেলা প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক লিটন মিয়া, ছাত্রদল নেতা মানছুর আহমদ, জয়কলস ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বদরুল আলম, ছাত্রদল নেতা মোজাম্মিল আহমদ ও ইমন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন আস্তমা গ্রামের প্রবীন বিএনপি নেতা মাসুক মিয়া, রশিদ আলী, হাজি আবদুল মান্নান, শামসুল ইসলাম, সম্রাজ আলী, লুৎফর রহমান, আবদুস সোবহান, আবদুল কাহার, চমক আলী, ফয়াজ আলী, হাবিজ আলী, মুজিবুর রহমান (মজিল হক), উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক গৌছ উদ্দিন, বিএনপি নেতা নূরুল ইসলাম, আনহার মিয়া, যুবদল নেতা সৈয়দ আলম, তানিম আহমদ, জাহাঙ্গীর আলম, সাব্বির আহমদ, জুয়েল আহমদ, রুহুল আমীন, সোনাই মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুনেদ আহমদ ফয়সল, সদস্য ইয়াহিয়া পারভেজ, ছাত্রদল নেতা রেজা আহমদ, আতিকুল ইসলাম রাহীম, মাসুদ আহমদ, শেরওয়ান আহমদ, ওয়াহিদ মিয়া, সাঈদ আহমদ, প্রজন্ম দলের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, ওলামা দল নেতা হামীম আকতার, পূর্ব পাগলা ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সভাপতি ইজাজ মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি মিজানুর রহমান ও প্রজন্ম দল নেতা বিলাল আহমদ প্রমুখ।

এর আগে যুবদল নেতা তোফাজ্জল হোসেন কিবরিয়ার অর্থায়নে, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram