ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৪

লক্ষ্মীপুরে বন্যায় ২৪ ঘণ্টায় চিকিৎসা নিলেন ৩৭২ চর্মরোগী

মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যার প্রভাবে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শুধু সদর হাসপাতালেই চর্মরোগের চিকিৎসা নিয়েছেন ১৭২ জন। জেলার বিভিন্ন স্থানের বেসরকারি অন্তত ১০টি হাসপাতালে আরও ২০০ জন চর্মরোগের চিকিৎসা নিয়েছেন।

গত ১৩ দিনে লক্ষ্মীপুরে প্রায় এক হাজার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।

গত সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ আগস্ট থেকে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ডায়রিয়ায় ৭৮৮ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে ৩৪ জন এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। সাপের কামড়ের শিকার ১৫৬ জন। দুজন মারা গেছেন পানিতে ডুবে। এছাড়া সদর ও রায়পুর উপজেলায় পানিতে ডুবে দুজন, রামগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১০৯ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে দুজন, সাপের কামড়ে ১০ জন, পানিতে ডুবে একজন ও ১৭২ জন চর্মরোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ জন এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে রায়পুরে চারজন, রামগঞ্জে তিনজন, কমলনগরে ২১ জন ও রামগতিতে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সাপে কাটা রোগীদের মধ্যে সদরে সাতজন ও রায়পুরে তিনজন চিকিৎসা নিয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন ১৭২ জন। তবে গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই।

উত্তর দুর্গাপুর এলাকার বাসিন্দা সিরাজ উল্যাহ বলেন, মাছ-সাপসহ বিভিন্ন জীবজন্তু মরে পচে পানিতে মিশে গেছে। টয়লেটের ময়লাও একাকার হচ্ছে। সবমিলিয়ে দূষিত পানি ভেঙে প্রতিদিন চলাফেরা করতে হয়। এ পচা পানির কারণে পায়ে ক্ষত হচ্ছে। চুলকানি বেড়ে অনেকের শরীরেই ফোসকা দেখা দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চর্মরোগে আক্রান্ত অন্তত ২০০ জন চিকিৎসা নিয়েছেন জানিয়েছে লক্ষ্মীপুর প্রাইভেট হসপিটাল-ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু হাসান।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.অরুপ পাল বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৯৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৫১ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। বহির্বিভাগে প্রতিদিন প্রায় এক হাজার রোগী চিকিৎসা নেন বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, বন্যাকবলিতদের চিকিৎসা নিশ্চিতে ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প করে বন্যার্তদের চিকিৎসা দিয়ে আসছে। বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram