মানিকগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হৃদয় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মেহের আলী শেখের ছেলে।
র্যাব জানায়, ২০২০ সালে কক্সবাজার ভ্রমনে গিয়ে শ্বেতপাথর কুড়িয়ে পায় মানিকগঞ্জের সাটুরিয়ায় দিমুখা এলাকার আরিফ নামের এক যুবক। ওই শ্বেতপাথরটি নেয়ার জন্য আরিফকে ২০২০ সালের ১৭ মে ধানকাটার কথা বলে সাটুরিয়ার দিমুখা চকে ডেকে নিয়ে যায় হৃদয়। এরপর ধানকাটার কাঁচি দিয়ে আরিফকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত হৃদয়। পরে অভিযান চালিয়ে থানা পুলিশ হৃদয়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
আদালতে দীর্ঘ শুনানীর পর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ২৯ আগস্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী হৃদয়কে মৃত্যুদন্ডের আদেশ দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক। পরে তাকে মানিকগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হৃদয়। এরপর থেকে তিনি আত্মোগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।