সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল উল্টে ৩৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে।
বুধবার দুপুরে কালুখালীর সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সোনালী আক্তার (৩৫)। সে পাবনার ঈশ্বরদী থানার শৈলপাড়া গ্রামের আ: মমিনের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক আলামিন হক (৪২) ভেড়ামারার বাহাদুরপুর এলাকার আজিজুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শী রুপা আক্তার জানায়, দুপুরে আলামিন ও সোনালী কুষ্টিয়ার দিক থেকে মোটরসাইকেলে ঢাকা অভিমুখে যাওয়ার সময় সোনাপুর মোড়ে বাইকটি উল্টে যায়। এতে দুজনাই রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসারত মোটরসাইকেল চালক আলামিন জানায়, নিহত সোনালী আমার প্রেমিকা। আমি তাকে নিয়ে ঢাকা যাচ্ছিলাম।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানায়, মোটরসাইকেল ও চালক আলামিনকে আটক করা হয়েছে। এছাড়া নিহত সোনালীর লাশ মর্গে পাঠানো হয়েছে।