একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা করচার হাওর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালুসহ ছোট-বড় ১৩টি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। বালু পরিবহনের দায়ে এসব নৌকার মালিককে ১৩টি মামলায় ১৩ জনকে মোট নয় লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর করচার হাওর নামক স্থানে দিনব্যাপী উপজেলা প্রশাসনের অভিযানে এসব নৌকা ও বালু জব্দ করা হয়।
এ বিষয়ে ইউএনও মফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ উপজেলায় কোনো অন্যায়কেই ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে।
এসময় বিশ্বম্ভরপুর থানা পুলিশের এ এস আই হান্নান মাহমুদ সহ পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।