মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, তরুন বীর সেনা হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। খুনী আওয়ামী লীগের হরণকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাপূর্বক রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। বিএনপি মানব সেবায় এবং জনগণের কল্যাণে কাজ করে।
শনিবার বিকালে ক্ষেতলাল উপজেলার বটতলীতে বাজারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীরা কেউ ক্ষমতার বড়াই করবেন না এবং কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দিবেন না। এজন্য বিএনপি নেতাকর্মীকে সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় নেই। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস বিএনপির অভিধানে নেই। এসব অওয়ামী রাজনীতির সংস্কৃতি।
পৌর বিএনপি'র সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
পৌর বিএনপি'র সাধারন নাফিউল হাদী মিঠু'র সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অন্যান্যদের মধ্যে পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম শামস মতিন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রেজা, যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম প্রমুখ।