সাভার প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশজুড়ে জাতীয় সঙ্গীত সংস্কারের গুজবের প্রতিবাদে এমন উদ্যোগ বলে জানান শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে এ জাতীয় সংগীত গাওয়া হয়।
এতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, সারাদেশে জাতীয় সঙ্গীত সংস্কারের যে গুজব ছড়িয়েছে তার প্রতিবাদে আজকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতিবাদ করা বলে জানান শিক্ষার্থীরা।