ইবি প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে অটো এমপিও চালুসহ পাঁচটি দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ তম নিবন্ধন পরীক্ষার্থীদের ব্যানারে রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে 'স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'এক দেশ দুই নীতি, মানি না মানবো না', 'অবৈধ বিজ্ঞপ্তি যেখানে, লড়াই হবে সেখানে', 'আদু ভাইদের বিশেষ গণবিজ্ঞপ্তি, মানি না মানবো না', 'সেপ্টেম্বরে রেজাল্ট দিন, নভেম্বরে নিয়োগ দিন', 'জাল সনদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও'—সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করেন এবং মোট পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- এক. বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দুই. সেপ্টেম্বরের মধ্যে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টেবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। তিন. শিক্ষক সংকট নিরসনে দ্রুত ১৮তম চূড়ান্ত ফলাফলের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। চার. অটো এমপিও চালু করতে হবে। পাঁচ. ৩৫ বছর প্লাসদের সুযোগ দেওয়া যাবে না।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি ১৯ তম সার্কুলার আগামী মাসের মধ্যেই দিতে হবে। অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিলে আদৌ সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না। যেখানে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এই নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা চরম বৈষম্যমূলক। অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বন্ধ করতে হবে। বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতে হয়, তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে।