দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে মিজানুর রহমান উজ্জ্বল (৪৮) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে চোরাকারবারিরা। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র ও ইউপি সদস্য।
ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকালে মিজানুর রহমান উজ্জ্বল সালিশ বিচারে যাওয়ার পথে বাগানবাড়ি গ্রামের শফিকের দোকানের কাছে গেলে আগে থেকে ওতপেতে থাকা সীমান্তে চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে এবং তাঁকে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়ুয়া পুত্র নাজমুল হাসান লায়িন (১৮) খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেছেন, চোরাকারবারিদের ধারণা বিজিবির সঙ্গে বৈঠককালে তাদের তথ্য আমি দিয়েছি এবং মদ ও চোরাই মালামাল আমি ধরিয়ে দিচ্ছি। এমন সন্দেহে তারা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে সংঘবদ্ধভাবে বেধড়ক পিটিয়ে আহত করেছে। আমার ছেলে আমাকে বাঁচাতে এলে তারা আমার কলেজ পড়ুয়া ছলেকেও পিটিয়েছে।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানিয়েছেন, চোরাকারবারিরা ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে। ন্যক্কারজনক ওই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।