সাভার প্রতিনিধি: শিল্পাঞ্চল আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়ায় তাদের এই বিক্ষোভ বলে জানান একাধিক কারখানা শ্রমিক।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন তারা। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় এপথের যাত্রীদের।
একাধিক পোশাক শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের কয়েক মাসের বকেয়া বেতন না দেয়ায় তাদের এই আন্দোলন। দাবি মেনে নেয়া আগ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলমান থাকবে বলে জানান শ্রমিকরা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানা গুলোতে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও শিল্পপুলিশ।