নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলায় রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ে ও আশে পাশে আরো চারটি আশ্রিত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ডাক্তার হানিফ মাহমুদ ভুইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় ও প্রধান ৬ সমন্বয়ক আবির, মোহন, শিমুল, আপেল, শাকিলের এবং ৯০ জন স্বেচ্ছাসেবক এর পরিশ্রমে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, আলু, শিশু খাদ্য, ওষুধ, ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যার শুরু থেকে শেষ পযন্ত সহযোগিতা করে যাচ্ছেন। বন্যার ভিতর অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ত্রান সামগ্রী ও শুকনা খাবার পৌছাই দিয়েছেন। এইছাড়াও বন্যার পরবর্তীতে তিনশত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন থেকে সহযোগিতাও পাচ্ছেন। এইসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সহ সম্বনয়ক, এলাকাবাসী সহ আরো অনেকে।