গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক ভ্যান-চালক নিহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার ব্রীজ থেকে নামতে থাকা একটি রোলার রাস্তার পাশে ভ্যান নিয়ে দাড়িয়ে থাকা ভ্যান-চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা এসময় রোলার ড্রাইভারকে আটক করে গনপিটুনী দেয়। পরে সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহত বিদ্যুৎ মন্ডল একই উপজেলার বেদগ্রামের শুশেন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ মন্ডল রাহুথড় বাজার থেকে জ্বালানী কাঠ তোলার জন্য ভ্যান নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এসময় ব্রিজের উপর থেকে নামতে থাকা রোলার তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।