ঢাকা
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:৫৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৪

চিলমারীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট,সব মিলিয়ে উপজেলার প্রায় ৫০হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিভিন্ন পেশাজীবিদের কাজ ও শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ বিভাগের দাবী চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ পাওয়ায় এত লোডশেডিং দিতে হচ্ছে তাদের।

জানা গেছে,কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের আওতায় গোটা উপজেলাসহ পাশ্ববর্তী উলিপুর উপজেলার দুটি ইউনিয়ন মিলে প্রায় ৫০হাজার গ্রাহক রয়েছে। বর্তমানে তীব্র গরমে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) এর ফলে ব্যবসা-বানিজ্য,অফিস-আদালত,শিক্ষা প্রতিষ্ঠান,বাসাবাড়ী এমনকি কৃষি ক্ষেত্রেও গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছে।

উপজেলার পাত্রখাতা এলাকার কৃষক লিয়াকত আলী,সবুজপাড়া এলাকার মিজানুর রহমানসহ অনেকে বলেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এ মৌসুমে জমিতে আমন ধান চাষের জন্য সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছে।বর্তমানে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে ঠিকমত পানি দিতে পারছি না।

বাবু মিয়া জানায়,সন্ধ্যা হলেই দেখা যায় বিদ্যুৎ থাকে না এতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ঠিকভাবে করতে পারছে না। বেশকিছু পরিবারে তাৎক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা (আইপিএস) থাকলেও বেশিভাগ বাড়িতে সেটি নেই। ফলে শিক্ষার্থীদের লেখা-পড়া বিঘ্নিত হচ্ছে।

কলেজ মোড় এলাকার ব্যবসায়ী রাকু মিয়া বলেন,অনেক গুলো অর্ডার নেয়া আছে কিন্তু বিদ্যুৎতের লোডশেডিংয়ের কারণের সময় মত কাজ বুঝে দিতে হিমশিম খেতে হচ্ছে।

বিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে,সমিতির চিলমারী জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ সেবা গ্রহীতা প্রায় ৫০হাজার। এর মধ্যে আবাসিক গ্রাহক ৪৫হাজার ২৪৩জন,বানিজ্যিক ৩হাজার ৭শ’জন এবং আর সেচ আছে ১হাজার ৫৭টি। চিলমারী সাব স্টেশনে বিদ্যুৎ ফিডার রয়েছে ৬টি। এখানে দৈনিক চাহিদা ৯ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে বরাদ্দ দেয়াহয় ৩-৪মেগা ওয়াট যা যা প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম।

চিলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোস্তফা কামাল বলেন,চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ আমরা পাচ্ছি। গতকাল রাত ১০টার দিকে চাহিদা ছিলো ৮থেকে ৯মেগাওয়াট কিন্তু আমরা বরাদ্দ পেয়েছি ৩ মেগাওয়াট,ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ৪মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি যা দিয়ে ৬টি ফিডার চালানো
সম্ভব নয় বলে দুইটি ফিডার বন্ধ রাখা হয়েছিলো।

তিনি আরও বলেন,সন্ধ্যার সময় বিদ্যুৎতের চাহিদা বেশি হয়।এতে ওই সময়ে লোড বেশি পরে। এসময় আমরা চাহিদা মত বিদ্যুৎ সরবরাহ করতে পারি না। আবার সকালে দেখা যায় চাপ একদম কমে যায়। তবে স্বাভাবিক সময়ে ৭থেকে সাড়ে সাত মেগাওয়াট বিদ্যুৎ হলেই এ উপজেলায় চাহিদা মত বিদ্যুৎ সরবরাহ করা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram