মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক- শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তিতাস উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে গৌরিপুর-বাতাকান্দি টু মাছিমপুর সড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজামান শুভ বলেন, গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগ এনে সম্প্রতি তিতাস থানায় ১৪২ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। উক্ত মামলায় আমাদের সহকারী শিক্ষক মামুনুর রশীদ স্যারকে জড়ানো হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলাটি করা হয়েছে। আমরা মামুন স্যারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।