ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আত্রাই উপজেলা বিএনপির নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির জন্য সাবেক এমপি আলমগীর কবির পাঁয়তারা করছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির নাম ব্যবহার করে মাইকিংয়ের মাধ্যমে আজ সোমবার আত্রাইয়ে পথ সভার চেষ্টা করছেন।
লিখিত বক্তব্যে আরও বলেন,আলমগীর কবির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত নেই। তিনি আলমগীর কবিরের এ ধরণের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা তছলিম উদ্দিন,আব্দুল মান্নান সরদার,যুবদল নেতা খোরশেদ আলম,আশরাফুল ইসলাম লিটন,পারভেজ ইকবাল প্রমুখ।