মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলায় নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব যোগদান করেছে। তিনি ৮ সেপ্টেম্বর রবিবার দায়িত্ব গ্রহণ করে বলেন, নতুন ভাবে পুলিশী সেবা প্রদান করা হবে। জয়পুরহাট জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়ন এবং সুন্দর দেশ গড়ার প্রত্যাশা নিয়ে সকলের সহযোগিতা দরকার।
তিনি রবিবার দুপুরে যোগদান উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সহিত তাৎক্ষনিক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বণিকবার্তা, বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক দিপ্ত টিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা, সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহমেদ লিও ও রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও মোমেন মনি, সাংবাদিক আল-মামুন, মোয়াজ্জেম হোসেন, ইসমাইল হোসেন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম সহ জয়পুরহাট প্রেসক্লাবের ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ ।
মুহম্মদ আবদুল ওয়াহাব ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জয়পুরহাটে যোগদানের পূর্বে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-১১ নারায়ণগঞ্জ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-১২ সিরাজগঞ্জ, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, সুনামগঞ্জ জেলা পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কংগো, সিলেট জেলা পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। তার এসব কর্ম এলাকায় সফলতার সাথে তিনি অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
তার জন্মস্থান হবিগঞ্জ জেলায়। তিনি শিক্ষা জীবনের শুরুতে ৫ম শ্রেণিতে বৃত্তি ধারী ছিলেন। এরপর সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার লিডস বিশ্ববিদ্যালয় এবং জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন।
নবাগত পুলিশ সুপার সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া জন্য উপস্থিত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, কেউ কোন বৈষম্যের শিকার হবে না। দেশপ্রেম নিয়ে আলোকিত জেলা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।