ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির অর্থ দ্বারা বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) নগদ অর্থ ও ৩০ জন ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড় টার দিকে উপজেলা চত্বরে শিক্ষা সহায়তার আওতায় নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীকে ২ হাজার ৫ শত টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রীকে ৬ হাজার টাকা করে ৯ লাখ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮০ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।