কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে বিশ মাসের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু শোয়েব কলাপাড়া পৌরসভা এতিমখানা নজরুল ইসলাম সড়কের বাসিন্দা কাজী নাজমুল আহসান মিঠুর ছেলে।
সোমবার বেলা ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের নানা বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয় শোয়েবের।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে শিশু শোয়েব নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে আসে। সোমবার বেলা এগারটায় খেলার সময় নানা বাড়ির পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে শোয়েবের নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শোয়েবকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান রনি জানান, হাসপাতালে আনার আগেই শোয়েবের মৃত্যু হয়েছে।