তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, দক্ষিণ কেরানিগঞ্জ, মধ্যপাড়া, কেরারিগঞ্জ, ঢাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উক্ত উচ্ছেদ অভিযানে ০৬টি অবৈধ শিল্প সংযোগ এবং ০২টি আবাসিক সংযোগ বিছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন হিসেবে প্রায় ২,৮৬,০০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মূল্য ২.৪২ লক্ষ টাকা। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদক্ষনিকভাবে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত অভিযানে জনাব শাহনেওয়াজ পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সেলিম মিয়া ও মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।