টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক আব্দুল জলিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই আব্দুল হামিদ বলেন, সোমবার দিবাগত রাত ১ টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক জলিল নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। নিহতের লাশ থানায় রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।