জসিম সিদ্দিকী, কক্সবাজার: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ডা. কাজী সজিব নামে হাসপাতালের এক চিকিৎসক লাঞ্ছনার শিকার হয়েছেন।
স্বজনদের অভিযোগ, আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার সময় সিসিউতে ভর্তি থাকা শহরের ৬ নং এলাকার পাড়ার আজিজ ভুল চিকিৎসায় মারা যান। ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তার স্বজনেরা। তারা কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী সজিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হাসপাতালের কক্ষে তাকে আটকে রাখে এবং বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলের এলে পরিস্থিতি শান্ত হয়।
চিকিৎসকে মারধর ও লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেন। এ ঘটনার সুরাহা না হলে হাসপাতালের আবাসিক রোগীদের কোনো ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তারা। সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় জরুরি বিভাগে সেবা প্রদান অব্যাহত রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান জানায়, এ ব্যাপারে কর্তৃপক্ষ একটি বৈঠকে আছেন। শেষ করে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।