ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪

পেশাদারিত্বের সাথে জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করবে পুলিশ: নবাগত পুলিশ সুপার রহমত উল্লাহ

জসিম সিদ্দিকী, কক্সবাজার: ছাত্রজনতার ঐতিহাসিক আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে কক্সবাজারে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, কক্সবাজারের পুলিশ ইনসাফের সাথে কাজ করবে। সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে জনগণের প্রকৃত সেবক হয়ে হয়রানিমুক্ত কাজ করবে। থানাগুলোতে কোনো হয়রানী সহ্য করা হবেনা।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেসক্লাবসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সুপার কার্যালয় ও থানাগুলো থাকবে দালাল ও প্রভাবমুক্ত। তথ্য প্রবাহ সকলের জন্য অবারিত থাকবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, আবুছিদ্দিক ওসমানী, এইচ এম এরশার, হাসানুর রশীদ, আমানুল হক বাবুল, মোস্তফা সরওয়ার, সাইফুর রহিম শাহীন ও জসিম সিদ্দিকী।

এসময় আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় সাংবাদিকরা বলেন, বিগত ছাত্র জনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি করেছিল, সন্ত্রাস করেছিল সেই আওয়ামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা এবং দ্রুত থানাগুলোকে কার্যকর করা। পাশাপাশি পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram