যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালিতে বাঁধা দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক পরিচয় দানকারি সুমন হোসেন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা শারমিন। মামলার আসামী সুমন হোসেন বেনাপোল গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালী ও বন্দরের বিভিন্ন শেট ইনচার্জের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। কাস্টমস হাউজের বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকে নানাভাবে হয়রানি ও তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে বন্দরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্দরে প্রবেশ করে পাসপোর্ট যাত্রীদের লাইন ছাড়া দ্রুত ভারতে পার করে দেয়ার কথা বলে ২/৩ হাজার টাকা আদায় করারও অভিযোগ রয়েছে প্রতিনিয়ত। বন্দর কর্তৃপক্ষ অভিযোগটি গত ২ সেপ্টেম্বর পোর্ট থানায় দায়ের করলেও মামলাটি আজ দুপুরে এন্ট্রি করা হয় বলে জানান মামলার বাদী।
বন্দরের উপপরিচালক মো: রাশেদুর সজিব নাজির জানান, সুমন দীর্ঘদিন বেনাপোল বন্দরে পাসপোর্ট দালালি করে আসছিল। বন্দরের নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে তাদের ধাক্কা দিয়ে বন্দরের ভেতরে প্রবেশ করে পাসপোর্ট দালালী ও ল্যাগেজ পার্টি পার করে মোটা অংকের অর্থ আয় করে আসছিল। আনসার সদস্যরা বিষয়টি বন্দরের ডাইরেক্টর রেজাউল ইসলামকে অবহিত করেন। পরে পরিচালক তাকে বন্দরের অভ্যন্তরে কেপিআইভূক্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন, সে ফেসবুক ও অনলাইনে বন্দরের পরিচালক রেজাউল ইসলাম ও বন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও অশ্লীল মন্তব্য প্রচার করে কর্মকর্তাদের মানহানি করে।
বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, গত ২৩ আগস্ট বাংলাদেশ স্থল বন্দরের চেয়াম্যান মো: জিল্লুর রহমান বেনাপোল বন্দর পরিদর্শনে আসলে সুমন দলবল নিয়ে তাকে বন্দরের গেস্ট হাউসে ঘেরাও করে আটকে রাখে। স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা, ২০০৭ এর প্রবিধি (১৩) অনুচ্ছেদে স্থলবন্দরকে সংরক্ষিত এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি সমুন ভক্ত জানান, বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে বুধবার দুপুরে অভিযোগটি মামলা আকারে গ্রহন করা হয়। যার মামলা নাম্বার -০৫ তাং: ১১/০৯/২৪।
বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষকেও বিভিন্ন দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে ইতোমধ্যে কাস্টম হাউসে সুমনের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জরি করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস কমিশনার আ: হকিম।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, সুমন বিভিন্ন সময় বেনাপোল বন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদেরকে হুমকী দিয়ে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চাঁদাবাজি করে আসছে। আমার অফিসাররা তাকে বাধা দিলে সে আমাকে সহ বন্দরের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুক ও অনলাইনে মানহানিকর মন্তব্য করেন।