ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এতে পৌরসভার চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। বুধবার দুপুরে পৌর শহরের স্টেশন রোডে হক রেস্তোরাঁর সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সুনামগঞ্জ পৌরসভার ৪জন কর্মচারী হলেন- মো: আনোয়ার, আজিম উদ্দিন, শিপন মিয়া এবং আবদুল মান্নান। আহতরা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরকে যানজটমুক্ত করতে এবং শহরের সড়কগুলো প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শহরের সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় বুধবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অভিযান শুরু করেন।

সুনামগঞ্জ পৌর শহরের স্টেশন সড়কে বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালান ব্যবসায়ীরা।

পৌরসভার সমাজ ও উন্নয়ন কর্মকর্তা মো: নিজাম উদ্দিন বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করেছি। সরাসরি গিয়ে প্রত্যেককে বলে আসা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। এসবের পরও তাঁরা হামলা করেছেন। অভিযানে বাধা দিয়েছেন। এতে পৌরসভার চারজন কর্মী আহত হয়েছেন। পুলিশ সদস্যরা মার খেয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেছেন, কোনো পুলিশ সদস্য আহত হননি। ফল ব্যবসায়ীরা উত্তেজিত হওয়ার পর অভিযানে থাকা সবাই সেখান থেকে দ্রুত সরে আসেন।

জানতে চাইলে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা যেহেতু শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি, সেটা চলবে। অভিযানে যাঁরা বাধা দিয়েছে, হামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাল (বৃহস্পতিবার) আবার অভিযান হবে। এতে সব বাহিনীর সদস্যরা থাকবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram