বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছে ইউএনডিপি'র প্রতিনিধিদল। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেন ইউএনডিপির এমএন্ডইএন্ড লার্নিং অফিসার আশুতোষ মজুমদার, এনালিস্ট জাকিয়া শারমিন।
এ সময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে,এম জুলফিকার আলী হায়দার (জুয়েল), সংরক্ষিত সদস্য শিরিন বকুল তাসমিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল পরিদর্শন কালে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ব্যবস্থাপনা ও নথি ডকুমেন্টেশন দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম বাগেরহাট সদর উপজেলায় সন্তোষজনক অবস্থায় রয়েছে। এতে সুবিধা পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।