টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শরীফা হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিদায়ী জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্বভার অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত প্রমুখ।
২৫ তম বিসিএসের কর্মকর্তা শরীফা হক টাঙ্গাইলর ৪০ তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব্ পালন করবেন। এর আগে তিনি সেতু বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেদ আলীকে টাঙ্গাইলে ও সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারীতে পদায়ন করা হয়েছিলো। পরবর্তীতে বুধবার রদবদল করে নীলফামারী থেকে টাঙ্গাইলে পদায়ন করা হয়।