হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ ও অবরোধ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় হাতীবান্ধায় রেলস্টেশনে ট্রেন আটকে রেখে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধ করেন স্থানীয়রা।
জানা গেছে, চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৬ মাস পেরিয়ে গেলেও বুড়িমারি রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। এরই প্রতিবাদে বুধবার ট্রেন আটকে রেখে বিক্ষোভ ও অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানান, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যায় না। বুড়িমারী ও হাতীবান্ধা মানুষের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করতে হবে নতুবা আমরা আরও কঠোর কর্মসূচি দিবো।
বিক্ষোভ ও অবরোধে উপস্থিত ছিলেন হাতীবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মেহেদী হাসান মহসীন, তাওহীদ, রুবায়েদ খন্দকার প্রান্ত, মেহেদী হাসান শুভ, আল আমিন, ফাইম স্বাগত সহ আরো অনেকে।