মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনা পতন হলেও সবকিছু শেষ হয়নি। একে বিজয়ের দারপ্রান্তে নিয়ে যেতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্র জনতা কে কাজ করে যেতে হবে। শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।
নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল বৈষম্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ঐক্য যেন কেউ বিনষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে গণঅভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দূর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।
তিনি সমন্বয়ক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, অন্তবর্তীকালীন সরকারের নিকট থেকে আমরা পেশার গ্রুপ হিসেবে দাবি আদায়ে কাজ করছি। অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পেয়েছি এটি যেন কারও ভুলের কারণে নষ্ট না হয়। সারাদেশে জেলা পর্যায়ে কোন সমন্বয়ক নাই বলে জানান তিনি।
এসময় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম, আবদুল্লাহ আল মাহমুদ, ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম, শ্রী ঐশিক মন্ডল, ইমাম হোসেন প্রমুখ।
নিহত ও আহত পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ বিশালের বাবা মজিদুল সরকার, গুলিবিদ্ধ আহত রাকিব, আল আমিন, ওবায়দুল তনু, শহীদ পরিবারের রেখা বানুসহ অন্যান্য নিহত/ আহত পরিবারের সদস্যবৃন্দ।
এর পূর্বে দুপুরে পাঁচবিবি উপজেলার শহীদ বিশাল এর কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় সমন্বয়করা।
এদিকে বিকেল ৪ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।