মানিকগঞ্জ প্রতিনিধি: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ সহ সকল পর্যায়ের নার্সদের পদায়নের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নার্সিং সংস্কার পরিষদ।
আজ (শনিবার) দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতাল চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটের শতাধিক নার্সরা অংশ নেয়।
এসময় নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারাও তাদের সঙ্গে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক মো: শাহীনুর রহমানসহ অন্যান্য নার্স ও কর্কর্তারা।
বক্তারা নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকসহ সকল পদের নার্সদের সংস্কারের দাবী জানান।